আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরিবেশ উপদেষ্টা

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত

আমার দেশ অনলাইন

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়কে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই, বরং বিভিন্ন স্থানে আগুন দেওয়া হচ্ছে, প্রাণহানি ঘটছে-সেটা নিয়েই আমাদের উদ্বেগ।

তিনি বলেন, অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সরকার প্রস্তুত রয়েছে। ওরা যা চেষ্টা করছে, সেই পর্যায়ে যেতে পারবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন