আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবারো ভূমিকম্পে কাঁপলো দেশ

আমার দেশ অনলাইন

আবারো ভূমিকম্পে কাঁপলো দেশ
ছবি: সংগৃহীত

আবারো ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার পর এ ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র তথা ইএমএসসি তাদের ওয়েবসাইটে বাংলাদেশে ভূকম্পন অনুভূত হওয়ার বিষয় নিশ্চিত করেছে। সংস্থাটির মতে ভূমিকম্পের মাত্রা ছিলো ৩.৬।

বিজ্ঞাপন

সংস্থাটি আরো জানায়, ভূমিকম্পের গভীরতা ছিলো ১০ কিলোমিটার। ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো টঙ্গী থেকে ২১ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩১ কিলোমিটার।

গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা।এর মধ্যে শুক্রবার (২১ নভেম্বর) একটি শনিবার (২২ নভেম্বর) তিনটি ভূমিকম্প সংঘটিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...