আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুই সমঝোতা স্মারক স্বাক্ষর

আমার দেশ অনলাইন
বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুই সমঝোতা স্মারক স্বাক্ষর
স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ছবি: সিএর প্রেস উইং

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রথমটি স্বাস্থ্য খাতে সহযোগিতার ওপর—‘অ্যাপয়েন্টমেন্ট অব হেলথ ওয়ার্কফোর্স’—যার মধ্যে বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় অংশগ্রহণ করেছে। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

বিজ্ঞাপন

দ্বিতীয়টি টেলিকম ও ইন্টারনেট ব্যান্ডউইডথ সংক্রান্ত—‘ট্রেড অফ ইন্টারন্যাশনাল ইন্টারনেট ব্যান্ডউইডথ অ্যান্ড আদার টেলিকমিউনিকেশন সার্ভিসেস’—যার স্বাক্ষর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

উভয় সমঝোতা স্মারকই দুই দেশের সহযোগিতা ও সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে স্বাক্ষরিত হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন