
স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১’র মিল্লাত ক্যাম্প এলাকায় উর্দুভাষী অধ্যুষিত ২৪টি প্লট উচ্ছেদ ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।পাশাপাশি উর্দুভাষীদের পুনর্বাসনে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, মিরপুর মিল্লাত ক্যাম্প উচ্ছেদের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সম্প্রতি নোটিশ জারি করলে স্থানীয় উর্দুভাষী ক্যাম্পবাসীরা প্রতিবাদ জানায়। বাংলাদেশ বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ ) ও ন্যাশনাল আওয়ামি পাটি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ)’র মহাসচিব নেয়াজ আহমদ খান আমার দেশকে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর অর্থাৎ ১৯৭২ সাল হতেই উর্দুভাষী মুসলিমরা ঘর ছাড়া হয়ে দেশের ১৩ জেলায় বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে বসবাস করছেন। গত ৫২ বছরে পুনর্বাসনের আশ্বাস দিলেও কোনো সরকারই তাদেরকে পুনর্বাসিত করেনি। খুলনা, যশোর, ফরিদপুর, সৈয়দপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, আদমজী, চট্টগ্রাম, মোমেনশাহী, জামালপুর সহ বিভিন্ন জেলায় ক্যাম্প রয়েছে। ঢাকার মিরপুর ১০,১১, ১২ ও মোহাম্মদপুরে সিংহভাগ উর্দুভাষী বসবাস করেন। বর্তমানে তারা ভোটার এবং বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন। ক্যাম্প সূত্রে জানা গেছে, শিক্ষা বঞ্চিত এই জনগোষ্ঠী ক্যাম্পে মানবেতর জীবন যাপন করেন। গাড়ির ড্রাইভার, নাপিত, দারোয়ান, ক্লিনার, বেনারসি শাড়ির কারিগর, গাড়ি মেরামতের মিস্ত্রি, দিনমজুরি প্রভৃতি পেশার মাধ্যমে তারা সংসার নির্বাহ করেন। এদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধির জন্য কোনো সরকার পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আশা করছি উর্দুভাষীদের পুনর্বাসনে বর্তমান বৈষম্যবিরোধী তত্ত্বাবধায়ক সরকার কার্যকর পদক্ষেপ নেবে।’
এমএস

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১’র মিল্লাত ক্যাম্প এলাকায় উর্দুভাষী অধ্যুষিত ২৪টি প্লট উচ্ছেদ ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।পাশাপাশি উর্দুভাষীদের পুনর্বাসনে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, মিরপুর মিল্লাত ক্যাম্প উচ্ছেদের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সম্প্রতি নোটিশ জারি করলে স্থানীয় উর্দুভাষী ক্যাম্পবাসীরা প্রতিবাদ জানায়। বাংলাদেশ বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ ) ও ন্যাশনাল আওয়ামি পাটি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ)’র মহাসচিব নেয়াজ আহমদ খান আমার দেশকে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর অর্থাৎ ১৯৭২ সাল হতেই উর্দুভাষী মুসলিমরা ঘর ছাড়া হয়ে দেশের ১৩ জেলায় বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে বসবাস করছেন। গত ৫২ বছরে পুনর্বাসনের আশ্বাস দিলেও কোনো সরকারই তাদেরকে পুনর্বাসিত করেনি। খুলনা, যশোর, ফরিদপুর, সৈয়দপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, আদমজী, চট্টগ্রাম, মোমেনশাহী, জামালপুর সহ বিভিন্ন জেলায় ক্যাম্প রয়েছে। ঢাকার মিরপুর ১০,১১, ১২ ও মোহাম্মদপুরে সিংহভাগ উর্দুভাষী বসবাস করেন। বর্তমানে তারা ভোটার এবং বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন। ক্যাম্প সূত্রে জানা গেছে, শিক্ষা বঞ্চিত এই জনগোষ্ঠী ক্যাম্পে মানবেতর জীবন যাপন করেন। গাড়ির ড্রাইভার, নাপিত, দারোয়ান, ক্লিনার, বেনারসি শাড়ির কারিগর, গাড়ি মেরামতের মিস্ত্রি, দিনমজুরি প্রভৃতি পেশার মাধ্যমে তারা সংসার নির্বাহ করেন। এদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধির জন্য কোনো সরকার পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আশা করছি উর্দুভাষীদের পুনর্বাসনে বর্তমান বৈষম্যবিরোধী তত্ত্বাবধায়ক সরকার কার্যকর পদক্ষেপ নেবে।’
এমএস

আলোচিত শাপলা প্রতীক ইস্যুতে অবস্থানের কোনো পরিবর্তন নেই নির্বাচন কমিশনের (ইসি)। বিদ্যমান তালিকার বাইরে যাবে না সাংবিধানিক সংস্থাটি। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিকল্প প্রতীক দিয়েই এ সপ্তাহে নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি করবে কমিশন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ ২০ বছর পর নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক হয়েছে। বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। অন্যদিকে, বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার করতে পারবে বলে সম্মতি দিয়েছে পাকিস্তান।
১৩ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ সরকারের কাছে দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে।
১৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
১৪ ঘণ্টা আগে