Ad T1

শোভাযাত্রায় অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৯: ৩৮
বাংলা নববর্ষ-১৪৩২ কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'য় অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী।
সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ যৌথভাবে শোভাযাত্রায় অংশ নেন তারা। এসময় শোভাযাত্রার আগে পাবলিক লাইব্রেরির সামনে অবস্থান নেন তারা।
বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির তত্ত্বাবধানে জাতিগোষ্ঠীর মধ্যে চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, রাখাইন, মনিপুরি, খাসিয়া, রাঘোয়া, সাঁওতাল, মাহাতো, গারো, হাজং, মুন্ডাসহ ২৮ টি জাতিগোষ্ঠী এতে অংশ নেয়।
অংশগ্রহণকারী জাতিগোষ্ঠীর সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক পসরা নিয়ে সজ্জিত অবস্থায় অবস্থান নেন। এসময় তাদের হাতে নিজস্ব ঢোল তবলাসহ বিভিন্ন সাংস্কৃতিক উপকরণ দেখা যায়।
শোভাযাত্রায় অংশ নেয়া তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের জ্বরতি তঞ্চঙ্গ্যা বলেন, আমরা শোভাযাত্রা অংশ নিতে পেরে খুবই খুশি। আমরা আমাদের নিজস্ব উপকরণ নিয়ে শোভাযাত্রায় এসেছি।
সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। চারুকলার সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি হয়ে শহীদ মিনার দিয়ে দোয়েল চত্বর দিয়ে বাংলা অ্যাকাডেমির সাসনে দিয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত