আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোপালগঞ্জের ঘটনায় সরকারের বিবৃতি, শক্ত পদক্ষেপের বার্তা

স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের ঘটনায় সরকারের বিবৃতি, শক্ত পদক্ষেপের বার্তা
এনসিপির সমাবেশে হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত গোপালগঞ্জ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে হামলার বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়েছে, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গোপালগঞ্জে আজ সহিংসতার ঘটনা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ছাত্র-জনতার বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে তরুণদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা সৃষ্টি করা তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, পুলিশ এবং গণমাধ্যমের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির ওপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের চালানো হামলার এই জঘন্য ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো সুযোগ নেই।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা সেনাবাহিনী এবং পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য তাদের প্রশংসা করি। সেই সঙ্গে বিদ্বেষপূর্ণ হুমকি সত্ত্বেও যারা তাদের সমাবেশ পরিচালনা করেছে তাদের সাহসের প্রশংসা করছি।

এটি সম্পূর্ণরূপে স্পষ্ট যে, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে, ন্যায়বিচার অবশ্যই নিশ্চিত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন