বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও তাকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক জনসমাগম ঘটবে। এমন অবস্থায় ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মেডিকেল টিম রাখা, জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসক এবং অ্যাম্বলেন্স রাখাসহ পাঁচ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় গুরুত্বপূর্ণ এলাকায় ঢাকা জেলা সিভিল সার্জন ও ঢাকা বিভাগীয় পরিচালক প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন করবেন। এসব হাসপাতালের প্রধানরা কর্মস্থল ত্যাগ করবেন না এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবেন।
পাশাপাশি পাঁচটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। জরুরি বিভাগ সার্বক্ষণিক চালু ছাড়াও সব হাসপাতালের প্রধান আগামী তিন দিন কর্মস্থলে উপস্থিত থাকবেন এবং কোনো ছুটি নেওয়ার আগে মহাপরিচালকের অনুমতি নিতে হবে।
যেকোনো রাজনৈতিক সহিংসতার রোগী হাসপাতালে আসলে দ্রুততার সাথে চিকিৎসা দিতে হবে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। রোগীর তথ্য পরিচালক ও মহাপরিচালককে তাৎক্ষণিক জানাতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা সিভিল সার্জন প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন করবেন। যেকোনো জনসমাগম ও স্থানীয় কর্তৃক্ষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকার পথে হাজারো নেতাকর্মী
সপরিবারে দেশের পথে তারেক রহমান