আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি: প্রধান উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির জানাজার আগে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : আমার দেশ

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ ভুলে যাবে না।

আজ শনিবার (২০ ডিসেম্বর) মানিক মিয়ায় শহীদ ওসমান হাদি বিন হাদির জানাজা শুরুর পূর্বে দেওয়া ভাষণে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

বিজ্ঞাপন

আবেগপ্রবণ বক্তব্যে ড. ইউনূস বলেন, প্রিয় হাদি, আমরা তোমাকে ভুলব না। কেউ তোমাকে ভুলবে না। আজ তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি যে মন্ত্র রেখে গেছো, সেটাকে ধারণ করে আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার লড়াই চালিয়ে যাব।

তোমার দেখানো পথে সবাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে। কেউ তোমাকে ভুলবে না, বরং তোমার মন্ত্র বয়ে নিয়ে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন