Ad T1

ইজতেমা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭: ০৪

উত্তরা ও তুরাগ সংলগ্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্যে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

ডিএমপি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ক্ষমতাবলে ১৮ ডিসেম্বর বুধবার বেলা ২টা থেকে উত্তরা, কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হল।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান জানান, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে। কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামী ২০ ডিসেম্বর জোড় ইজতেমা করার জন্য মঙ্গলবার গভীর রাতে সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করলে জোবায়ের অনুসারীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় তিনজন নিহত হন। আহত হন শতাধিক।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত