ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে যেতে পারেন কূটনৈতিক চ্যানেলে এমন কোনো তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় দেশে যাওয়া নিয়ে কোনো তথ্য আছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার বিষয়ে বাংলাদেশের কিছু করার নাই। আমরা চাই উনি ফেরত আসুক। শুনেছি আপনারা যে রকম বলছেন।’
তাকে ফেরানোর বিষয়ে তিনি বলেন, ‘ভারতকে রাজী হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। আমরা রাজী করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।’
সূত্র: বিবিসি বাংলা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


আগামী নির্বাচন ৫ বছরের জন্য আর গণভোট শত বছরের
সিরাজগঞ্জ-৫ আসনে এনসিপির মনোনয়ন পেলেন বিএনপির সাবেক এমপি