আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ মিনারে শনিবার প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার

শহীদ মিনারে শনিবার প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

বেতন বৈষম্য দূরীকরণ ও নিজেদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠাসহ তিন দফা দাবিতে কর্মসূচি নিয়ে আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

দশম গ্রেডে বেতন নির্ধারণের মূল দাবিতে চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এ কর্মসূচির আয়োজন করছে।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি আমার দেশকে বলেন, শনিবার শহীদ মিনারে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো। দুপুরের মধ্যেই এই কর্মসূচি শেষ করা হবে। এ কর্মসূচি অব্যাহত থাকবে কিনা-তার কোন সিদ্ধান্ত এখনো হয়নি বলে তিনি জানান।

ইতোপূর্বে এসব শিক্ষকরা ১১তম গ্রেডের দাবি জানালেও তা বাস্তবায়ন না হওয়ায় এবার সরাসরি দশম গ্রেডের দাবি নিয়ে রাজপথে নামছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে সুপারিশ পাওয়া সহকারী শিক্ষকরা এই আন্দোলন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন। সদ্য নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের প্রতিনিধি মো. মহিব উল্লাহ শিক্ষকদের এই আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...