আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাওরায়ে হাদিস সনদ কার্যকরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

দাওরায়ে হাদিস সনদ কার্যকরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ কার্যকরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সনদধারীদের বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। এছাড়া নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে বিধিমালা সংশোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. খালিদ হোসেন বলেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ কার্যকরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চারটি মন্ত্রণালয়ে আধাসরকারি পত্র দেওয়া হয়। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে বিধিমালা সংশোধন করা হয়েছে। এছাড়া এ সনদধারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন দপ্তর-সংস্থার খতিব, ইমাম ও ধর্মীয় শিক্ষক হিসেবে পদায়নের বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি পাসের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। বিভিন্ন আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে এ প্রকল্প পাস করাতে হয়েছে। প্রকল্পটিকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

আলেমদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ড. খালিদ আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে। ইসলামি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে, এমন ইমাম ও আলেম-ওলামারা এ স্কলারশিপ পাবেন। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধীন ইসলামি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনে এ স্কলারশিপ প্রদান করা হবে। এজন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সারা দেশে ইসলামের খেদমতে যারা বিশেষ অবদান রেখেছেন, তাদের চলতি মাসেই কেন্দ্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে বলে জানান উপদেষ্টা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন