আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসিফ ও মাহফুজের পদত্যাগ কখন থেকে কার্যকর হবে জানালেন প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
আসিফ ও মাহফুজের পদত্যাগ কখন থেকে কার্যকর হবে জানালেন প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেটি তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে, বিকাল পাঁচটার দিকে দুই ছাত্র উপদেষ্টা যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানান মি. আলম।

এসময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে এতদিন যে অভিজ্ঞতা তারা অর্জন করেছেন, ভবিষ্যতে সেটিকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন