মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে সব শর্ত পূরণ করলে আবারও ‘সিন্ডিকেট’ হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল বুধবার রাজধানীর হোটেল শেরাটনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)—এর সহযোগিতায় তৈরি ওভারসীজ এমপ্লয়মেন্ট প্লাটফর্মের (ওইপি) উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন, মালয়েশিয়া থেকে যে ১০টি শর্ত দিয়েছে তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে আমরা শক্ত আপত্তি জানিয়েছি। আমরা বলেছি সময়সীমা বাড়াতে হবে। তাছাড়া আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানিয়েছি যে বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব না। এগুলো পূরণ করতে গেলে সিন্ডিকেট হবে আবার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, অল্প কয়েকটা বড় রিক্রটিং এজেন্সি সুযোগ পাবে। আমরা সেটা চাইনা, আমরা চাই সুযোগ যত বেশি সম্ভব যেন অবারিত করা হয়। এজন্য আমরা এই শর্ত শিথিল করতে বলেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা এগুলো বিবেচনা করবে। শর্ত শিথিল না করা পর্যন্ত, শ্রমবাজার যথাসম্ভব সব এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক আদান প্রদান অব্যাহত রাখবো।
এর আগে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাভূঁইয়ার সভাপতিত্বে ড. আসিফ নজরুল বলেন, এই উদ্যোগ নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর শ্রম অভিবাসনের জন্য একটিগুরুত্বপূর্ণ মাইল ফলক। প্রবাসী কর্মীরা আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। অভিবাসন যাত্রা নিরাপদ, সুরক্ষিত ওমর্যাদাপূর্ণ করা আমাদের দায়িত্ব। সময়ের সাথে সাথে আমরা এই প্ল্যাটফর্মে আরও বৈশিষ্ট্যযুক্ত করতে পারব, যা কর্মী, নিয়োগকর্তা এবং সরকার—সবার জন্যই উপকারী হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দীপাক এলমার, এবং আইএলও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। এছাড়াও বিভিন্ন দূতাবাস, উন্নয়নসহযোগী, জাতিসংঘ সংস্থা, রিক্রুটিং এজেন্সি, নিয়োগ দাতা সংগঠন, শ্রমিক সংগঠন এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসআর

