আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইন উপদেষ্টা

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে

আমার দেশ অনলাইন

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে
ছবি: ভিডিও থেকে নেয়া

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজা ও দাফনকাজ করে ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনায় আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, খালেদা জিয়াকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ওনার যে সরকার ছিল, অবশ্যই তার দায় রয়েছে।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিসেস জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে দাফন করার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন