Ad T1

তিন মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে বাদ মুজিব পরিবারের নাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৮: ৩৫

বিএসএমএমইউসহ তিনটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়।

পৃথক তিনটি অধ্যাদেশ জারির মাধ্যমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’–এর নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা’–এর নাম পরিবর্তন করে ‘খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট’–এর নাম পরিবর্তন করে ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ রাখা হয়েছে।

এর আগে গত ১৩ মার্চ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তিনটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত