আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদিকে গুলি : বেরিয়ে এলো মোটরসাইকেল চালকের পরিচয়

আমার দেশ অনলাইন
হাদিকে গুলি : বেরিয়ে এলো মোটরসাইকেল চালকের পরিচয়
ছবি : দ্য ডিসেন্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’।

ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তার ফেসবুক পোস্টের জিওট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর নাম ব্যবহার করতেন।

বিজ্ঞাপন

তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে দ্য ডিসেন্ট।

গত ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনি প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন, যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে (লাল চিহ্নিত ছবি)।

এরপর ১২ ডিসেম্বর দপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেওয়ার পর তারা উভয়ে বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গুলি করেন হাদির ওপর। গুলিকারী ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে, তার নাম ফয়সাল করিম মাসুদ।

ওই মোটরসাইকেলটি চালান কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি, যার গলায় চাদর ঝুলানো ছিল। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে, এই বাইকচালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, এক পাশের চোখের ভ্রু, হাতের গড়ন ইত্যাদি মিলে যায় আলমগীরের সঙ্গে।

আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানা তথ্য পাওয়া গেছে যেগুলো আরও বিশ্লেষণ শেষে প্রকাশ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

আত্মঘাতী গোলে আর্সেনালের নাটকীয় জয়

বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ

আসামিরা গ্রেপ্তার না হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

এলাকার খবর
খুঁজুন