আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার জানাজা ও দাফনের আনুষ্ঠানিক ঘোষণা

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার জানাজা ও দাফনের আনুষ্ঠানিক ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে যমুনার সামনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গভীর শোকের দিন। আমরা শোকাহত। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়। একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। তিনদিনের শোক ঘোষণা। কালকে ছুটি ঘেষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন।

আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ আমন্ত্রণে তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার জানাজা এবং দাফনের সব প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে । এ জন্য আজ দুপুর ১২ সাড়ে বারোটা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...