Ad T1

ব্যবসা হলো শক্তিশালী পদ্ধতি যেটা বিশ্ব পরিবর্তন করতে পারে: ড. ইউনূস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১: ৫২
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৩: ২০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যবসা হলো সবচেয়ে শক্তিশালী পদ্ধতি, যেটা বিশ্ব পরিবর্তন করতে পারে। সাবাই উপার্জন করলে মানুষের ভাগ্য বদল করা সম্ভব।

বুধবার বেরা সোয়া ১১টার দিকে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক অভূতপূর্ব যাত্রা বাংলাদেশের। এই সময়ে অনেক সূদুর পথ পারি দিতে হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে বিশ্বকে বদলে দেবে। তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে।

এর আগে প্রধান উপদেষ্টা বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী) বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস।

এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। যা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত