
স্টাফ রিপোর্টার

টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিতে ‘সাসটেইনবল ফুড সিস্টেম’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজধানীর হোটেল হলিডে ইন-এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), বাংলাদেশ এবং জাপানস্থ এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এপিও) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় স্বাগতিক বাংলাদেশসহ এপিওভুক্ত জাপান, অ্যামেরিকা, থাইল্যান্ডসহ ১৩ টি দেশের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, ‘টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। সারাবিশ্বে ক্ষুধা-দারিদ্র্য-অপুষ্টিতে ভোগা মানুষের কষ্ট লাঘবে টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করতে হবে।’
এসময় তারা আরও বলেন, ‘বৈশ্বিকভাবে ৬৯০ মিলিয়ন মানুষ এখনো অপুষ্টিতে ভুগছে। প্রায় ২ বিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা নেই। প্রায় ৩০০ কোটি মানুষ সুষম খাবার থেকে বঞ্চিত। বিশ্বজুড়ে ক্ষুধা ও অপুষ্টির সমস্যা দিন দিন ঘনীভূত হচ্ছে। সেক্ষেত্রে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সবাইকে টেকসই ও নিরাপদ খাদ্য ব্যবস্থার দিকে গুরুত্বারোপ করতে হবে। তা না হলে টেকসই খাদ্য ব্যবস্থার অবনতি হবে।’ এছাড়াও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই খাদ্য ব্যবস্থাপনা প্রবর্তনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এনপিও'র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ নুরুজ্জামান।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, মাল্টি-কান্ট্রি প্রোগ্রাম ডিভিশন এর প্রোগ্রাম অফিসার মিস্টার কেইচি সুগিতা, এনপিও'র পরিচালক (প্রশাসন) এএসএম মাঈন উদ্দিন এবং পরিচালক (গবেষণা) মুহাম্মদ আরিফুজ্জামান প্রমূখ।
উল্লেখ্য,‘সাসটেইনবল ফুড সিস্টেম’ শীর্ষক কর্মশালা আগামী ২৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।

টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিতে ‘সাসটেইনবল ফুড সিস্টেম’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজধানীর হোটেল হলিডে ইন-এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), বাংলাদেশ এবং জাপানস্থ এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এপিও) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় স্বাগতিক বাংলাদেশসহ এপিওভুক্ত জাপান, অ্যামেরিকা, থাইল্যান্ডসহ ১৩ টি দেশের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, ‘টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। সারাবিশ্বে ক্ষুধা-দারিদ্র্য-অপুষ্টিতে ভোগা মানুষের কষ্ট লাঘবে টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করতে হবে।’
এসময় তারা আরও বলেন, ‘বৈশ্বিকভাবে ৬৯০ মিলিয়ন মানুষ এখনো অপুষ্টিতে ভুগছে। প্রায় ২ বিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা নেই। প্রায় ৩০০ কোটি মানুষ সুষম খাবার থেকে বঞ্চিত। বিশ্বজুড়ে ক্ষুধা ও অপুষ্টির সমস্যা দিন দিন ঘনীভূত হচ্ছে। সেক্ষেত্রে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সবাইকে টেকসই ও নিরাপদ খাদ্য ব্যবস্থার দিকে গুরুত্বারোপ করতে হবে। তা না হলে টেকসই খাদ্য ব্যবস্থার অবনতি হবে।’ এছাড়াও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই খাদ্য ব্যবস্থাপনা প্রবর্তনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এনপিও'র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ নুরুজ্জামান।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, মাল্টি-কান্ট্রি প্রোগ্রাম ডিভিশন এর প্রোগ্রাম অফিসার মিস্টার কেইচি সুগিতা, এনপিও'র পরিচালক (প্রশাসন) এএসএম মাঈন উদ্দিন এবং পরিচালক (গবেষণা) মুহাম্মদ আরিফুজ্জামান প্রমূখ।
উল্লেখ্য,‘সাসটেইনবল ফুড সিস্টেম’ শীর্ষক কর্মশালা আগামী ২৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা (National Policy Competition) ২০২৫-এর দশটি বিশ্ববিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গ্রামীণ নারীরা হাঁস, মুরগি, গরু ও ছাগল পালন করে একদিকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে ডিম, দুধ ও মাংস সরবরাহের মাধ্যমে পুষ্টির যোগান নিশ্চিত করছেন। তাই দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম।
২ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘‘ওইখানে আমরা বিদেশি এক্সপার্ট দিয়ে ল্যাব করাবো, এখানে বিদেশি এক্সপার্ট এসে কাজ করবেন। এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। রায়েরবাজারে ১০০ জনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। তাদের পরিচয় বের করা একটা বড় ইস্যু।’’
৩ ঘণ্টা আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব। নারীর প্রতি যত্নশীল হওয়া যেমন সামাজিক দায়িত্ব, তেমনি জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে নারীর
৩ ঘণ্টা আগে