আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৭ ডিসেম্বরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি

স্টাফ রিপোর্টার

৭ ডিসেম্বরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি

আগামী ৭ ডিসেম্বরের পর যেকোন দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সিইসির কক্ষ থেকে বের হয়ে নিজ কক্ষে যাওয়ার সময় কয়েকজন সাংবাদিক তফসিল ঘোষণার বিষয়ে দৃষ্টি করলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ওই কথা জানান।

বিজ্ঞাপন

আগামী রোববার কমিশন সভা হওয়ার কথা রয়েছে। ইসি সূত্রে জানা যায়, এই সভার পরই সিদ্ধান্ত জানানো হবে।

দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে আলোচনা চলছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রয়োজন রয়েছে।

নির্বাচন কমিশন এরইমধ্যে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।

নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়েই মূলত আনুষ্ঠানিক নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। তফসিল ঘোষণার পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের সুযোগ পাবেন। তফসিলের মাধ্যমেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন