আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আশ্বাস পেয়ে ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত ছাত্রদলের

স্টাফ রিপোর্টার

আশ্বাস পেয়ে ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত ছাত্রদলের
ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে ছাত্রদল। সোমবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিন দফা দাবিতে গতকাল রোববার থেকে নির্বাচন কমিশন অভিমুখে এই ঘেরাও কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল। সোমবার বিকেলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসির অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকে বসেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, ইসির অনুরোধে এবং আমাদের দাবি মানার বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কোনো গোষ্ঠী যদি আবারও অপকৌশল ব্যবহার করে ইসির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে, তবে ছাত্রদল তার উপযুক্ত জবাব দেবে।

ছাত্রদল সভাপতি জানান, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় পরিবর্তনের যে দাবি ছিল, তা আমলে নেওয়ার কথা জানিয়েছে কমিশন। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের বিতর্কিত প্রজ্ঞাপনটিও স্থগিত করা হয়েছে।

ছাত্রদলের প্রধান তিন দাবির মধ্যে ছিল, নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা রক্ষায় পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত সংশোধন করা, রাজনৈতিক চাপের মুখে অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করে ইসির পেশাদারত্ব বজায় রাখা এবং শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জারি করা ‘বিতর্কিত’ প্রজ্ঞাপন বাতিল।

এর আগে গতকাল ছাত্রদলের একটি প্রতিনিধিদল ইসির সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আপত্তির কথা জানিয়েছিল। আজকের বৈঠকে অতিরিক্ত সচিবের সুনির্দিষ্ট আশ্বাসের পর আন্দোলনকারীরা নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...