আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রাম কাস্টমসে বরখাস্ত জাকিরের স্থলে দায়িত্ব পেলেন শফি উদ্দিন

অর্থনৈতিক রিপোর্টার

চট্টগ্রাম কাস্টমসে বরখাস্ত জাকিরের স্থলে দায়িত্ব পেলেন শফি উদ্দিন
চট্টগ্রাম কাস্টস হাউস

চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার হিসেবে মোহাম্মদ শফি উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট হিসেবে দায়িত্বে রয়েছেন। এই দায়িত্বের পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার হিসেবেও কাজ করবেন।

বিজ্ঞাপন

আজ বুধবার অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশটি প্রজ্ঞাপন আকারে জারি করেছে।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। জাকির হোসেনের স্থলে শফি উদ্দিনকে দায়িত্ব দেওয়া হলো।

প্রসঙ্গত, নির্দেশনা অমান্য করে গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত করার অভিযোগে কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে এনবিআরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্তের এ আদেশ জারি করা হয়।

সরকারের রাজস্ব আদায় বৃদ্ধিতে গত শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও এনবিআরের আওতাধীন সকল অফিস খোলা রাখা হয়। কিন্তু জাকির হোসেন শনিবার ও রোববার দুইদিন কাস্টমস হাউস বন্ধ রাখেন। এতে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় সরকারের বিপুল আর্থিক ক্ষতি সাধিত হয় বলে বরখাস্তের আদেশে বলা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...