জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় শেষ হয়েছে। ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন নিবন্ধন করেছেন। ১২৩ দেশের ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন। নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন। আনসার ভিডিপি ১০ হাজার ১০ জন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টায় এ নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন। আর প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন, যার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬।
আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। ১২ ফেব্রুয়ারির আগে উপযুক্ত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছাতে হবে।
এসআই/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

