Ad T1

চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৪: ৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদে দানবীয় ফ্যাসিস্ট-এর প্রতীকী মোটিফ পোড়ানোর ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৫-সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটির অন্য সদস্যরা হলেন-আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল এবং সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী। এছাড়াও সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ প্রদর্শনের জন্য ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়ব দিয়ে দানবীয় মোটিফ বানানো হয়েছিল। কিন্তু, শনিবার ভোররাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় মোটিফটিকে। এতে পুড়ে ভস্ম হয়ে যায় মোটিফটি। এর পাশাপাশি শান্তির পাওরাও অনেকাখানি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। এছাড়াও এই মোটিফটি নতুন করে তৈরি করা হবে কিনা সেটা নিয়ে আলোচনা চলছে বলেও জানান চারুকলা অনুষদের ডিন ও নববর্ষ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, আজ বিকেলের মধ্যে মোটিফ বানানো হবে কিনা এই বিষয় সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত