স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদে দানবীয় ফ্যাসিস্ট-এর প্রতীকী মোটিফ পোড়ানোর ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৫-সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটির অন্য সদস্যরা হলেন-আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল এবং সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী। এছাড়াও সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ প্রদর্শনের জন্য ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়ব দিয়ে দানবীয় মোটিফ বানানো হয়েছিল। কিন্তু, শনিবার ভোররাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় মোটিফটিকে। এতে পুড়ে ভস্ম হয়ে যায় মোটিফটি। এর পাশাপাশি শান্তির পাওরাও অনেকাখানি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। এছাড়াও এই মোটিফটি নতুন করে তৈরি করা হবে কিনা সেটা নিয়ে আলোচনা চলছে বলেও জানান চারুকলা অনুষদের ডিন ও নববর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, আজ বিকেলের মধ্যে মোটিফ বানানো হবে কিনা এই বিষয় সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
গণকটুলি সুইপার কলোনীতে ২টি ১০ তলা ভবন, মিরনজিল্লা সুইপার কলোনীতে ২টি ১০ তলা ভবন, ধলপুর এলাকায় ৯টি ১০ তলা ভবন এবং পোস্তগোলা এলাকায় ১টি ৬ তলা ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া প্রতিটি ভবনে একটি ফ্লোরে তাদের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল তৈরি করা হবে।
১ ঘণ্টা আগেএম সাখাওয়াত হোসেন বলেছেন, মাতারবাড়ি সমুদ্রবন্দর বিশ্ববাণিজ্যের জন্য একটি নবদিগন্ত উন্মোচন করবে। এটি কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বিনিয়োগ।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের মৎস্যখাতে দক্ষিণ কোরিয়া কারিগরি সহায়তার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সামুদ্রিক মৎস্য এবং এ সম্পর্কিত প্রযুক্তিগত উদ্ভাবন, মেরিকালচার ও গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।
৩ ঘণ্টা আগেক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়টি অনুসন্ধান চলছে। খুব শীঘ্রই তদন্ত শেষ হবে।
৪ ঘণ্টা আগে