বৃষ্টির বিদায়, কাল থেকে হালকা গরম পড়তে পারে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২১: ২০

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

রোববার রাতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী দুই দিনের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। তারপর কিছুটা গরম পড়তে পারে; তবে সেটা খুব বেশি নয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণেও দেখা যায়, রোববার সন্ধ্যা ছয়টায় আগের ২৪ ঘণ্টায় সংস্থাটির ৫১ টি পর্যবেক্ষণ সেন্টার এলাকার মধ্যে মাত্র তিনটিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এরমধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় চট্টগ্রামে মাত্র ২ মিলিমিটার। এছাড়া ভোলায় এক মিলিমিটার এবং পটুয়াখালীর খেপুপাড়ায় মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের ৬১ জেলায় কোনো বৃষ্টি হয়নি। আগামী ২০ অক্টোবর নাগাদ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বিচ্ছিন্নভাবে হঠাৎ করে দেশের দুয়েক জায়গায় সামান্য ছিটা-ফুটা বৃষ্টি হতে পারে।

আর বৃষ্টি না থাকার কারণে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে চলতি মাসের ২০ তারিখের পর আবার একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ও হতে পারে বলে এ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানায় দপ্তরটি।

তবে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কম। আন্তর্জাতিক মডেল অনুসারে এ ধরনের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়া হয়ে থাকে। ফলে লঘুচাপ নিম্নচাপে পরিণত হতেও পারে নাও হতে পারে।

টঙ্গীতে মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত