স্টাফ রিপোর্টার
‘পথ নবজাতকরা আপনজন, হবে না কোনো বিভাজন’ এ শ্লোগানকে সামনে রেখে দেশের পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি (অব) সৈয়দ মোঃ জিয়াউল করিম। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির মঞ্জু এবং ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা।
সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. মজিবুর রহমান জানান, অদূর অতীতে আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হলেও তিনি বেশ কয়েক বছর আগে থেকেই ব্যক্তি উদ্যোগে এ কার্যক্রমটি পরিচালনা করে আসছিলেন। ইতোমধ্যে তিনি ৪১টি পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন। তাদের অনেককে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে জীবনের অধিকার ফিরিয়ে দিয়েছেন। পরবর্তীতে তার এ ব্যক্তিগত মানবিক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে এই ফাউন্ডেশনটি গড়ে তুলেছেন।
ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশে পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার করা এবং তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা। পাশাপাশি পরিত্যক্ত নবজাতকদের অবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা সংগ্রহে সমাজকে উদ্বুদ্ধ করতে এ প্রতিষ্ঠানটি অঙ্গীকারাবদ্ধ।
সরকারের কাছে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চাওয়া, ১২ এপ্রিলকে জাতীয় পথ নবজাতক দিবস ঘোষণা করা। যাতে এ দিবসটিকে সামনে রেখে প্রতিবছর অসহায় পথ নবজাতকদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়। একই সঙ্গে সরকারি উদ্যোগে ‘নিউবর্ন হাব’ গড়ে তোলার দাবি জানায় এ প্রতিষ্ঠানটি।
যাতে যে কোনো বাবা-মা তাদের জন্ম দেওয়া অনাকাঙ্খিত সন্তানকে নিজের নাম-পরিচয় গোপন রেখে সেখানে রেখে যেতে পারেন। একই সঙ্গে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট-এ একটি বিশেষায়িত ইউনিট তৈরি করে সেখানে পথ নবজাতক পরিচর্যার সুযোগ তৈরির দাবি জানায় ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। যেখানে উন্নত এনআইসিইউ সুবিধা, পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত ডাক্তার ও নার্স, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা থাকবে।
এছাড়া পথ নবজাতকদের জন্য হিউম্যান মিল্ক স্টোরেজ চালু করা জরুরি বলে মনে করে ডা. মজিব নিউবর্ন ফাউন্ডেশন। কেননা নবজাতকের জন্য মায়ের বুকের দুধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ফেলে যাওয়া নবজাতকদের এ সুবিধা থাকে না। তাই, হিউম্যান মিল্ক ব্যাংক চালু করে সেখানে নিরাপদভাবে সংরক্ষিত বুকের দুধ সরবরাহ করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এসব দাবি নিয়ে আগামী ১২ এপ্রিল বিশ্ব পথ নবজাতক দিবস উপলক্ষ্যে ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশন রাজধানী ঢাকায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মানবাধিকার কর্মীগণ স্বতঃস্ফুত অংশ নেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এবার শিক্ষক হিসেবে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন এ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. শরীফুল ইসলাম। আগামী ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত ৭৮তম কান চলচ্চিত্র অনুষ্ঠিত হবে।
৩ দিন আগেগুলশান থানা জিয়া সাইবার ফোর্সের ( জেডসিএফ) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল ইসলাম মৃধাকে আহ্বায়ক ও শেখ ওলী আহাম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।
৩ দিন আগেবাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সুলতানা আলগিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সময় শিক্ষার্থীদের ক্ল
৪ দিন আগেগ্রাহকের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের হবিগঞ্জ শাখার ম্যানেজার সাইমুন রুবেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার করার একদিন পরই তাকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। পরে আসামি রুবেলকে আদালতে তোলা হয়।
৪ দিন আগে