Ad T1

ফ্যাসিবাদী কায়দায় ফ্যাসিবাদের প্রতীক পুড়ানো হয়েছে: রিজভী

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৮: ০৮
ফ্যাসিবাদের প্রতীক হিসেবে চারুকলার শিল্পীরা যা তৈরি করেছে তা ফ্যাসিবাদী কায়দায় পুড়িয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পরে তিনি চারুকলায় নববর্ষের শোভাযাত্রা উপলক্ষ্যে তৈরি করা বিভিন্ন মোটিফ এবং প্রস্তুতিমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, ফ্যাসিবাদের মূল থাবা হলো নৃশংসতা। আমাদের আবহমানকালের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি। ফ্যাসিবাদীরা হত্যা,পোড়ানো, গুম,অদৃশ্য করা এবং খুনের সংস্কৃতিকে এ সংস্কৃতিতে সংযোজন করেছে। তারা এখনো এ সংস্কৃতি থেকে বের হতে পারছে না।
তিনি আরো বলেন, বাংলাদেশি জাতিসত্তার এদেশে আবহমান কাল থেকে যে সংস্কৃতিচর্চিত হয়েছে, সে সংস্কৃতির গৌরব আমাদেরকে মহিমান্বিত করেছে সেটিকে বিগত সরকার ভেঙে ফেলার চেষ্টা করেছে। এছাড়াও সেটিকে একমাত্রিক, একদলীয় ও এককেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে।
চারুকলায় বিএনপিপন্থি শিক্ষকদের নিষ্পেষণের কথা উল্লেখ করে রিজভী আরো বলেন, যারাই এখানে আসার চেষ্টা করেছে তাদেরকে দৈহিকভাবে আক্রমণ করা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকরা কোনো রকমে চাকরি করে গেছে। তাদের স্বাধীন মত প্রকাশের অধিকার ছিল না।
দীর্ঘ ১৬-১৭ বছর ফ্যাসিস্টরা তাদের নির্মম বিষদাঁত দিয়ে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে রেখেছিল। সেখানে কারো প্রবেশের সুযোগ ছিল না। আওয়ামী লীগ তাদের আধিপত্য এবং দৌরাত্ম্য দিয়ে সমস্ত কিছুকে ভেঙে ফেলার চেষ্টা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত