সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানা হবে না। এজন্য সকল দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তাবে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ বলেছেন, স্বাক্ষরিত সনদের বাইরে কোন কোন দল অযুক্তিক দাবি ও নতুন নতুন ইস্যু তৈরি করছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকে গৃহীত প্রস্তাব তুলে ধরা হয়।
বৈঠকে বলা হয়, প্রায় এক বছরব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদে গত ১৭ অক্টোবর স্বাক্ষর করা হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সেই সনদ বাস্তবায়নে সকল পক্ষ অঙ্গীকারাবদ্ধ থাকে।
বিএনপি অভিযোগ, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার কথা বলছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্য করার সামিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তবে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানা হবে না। এজন্য সকল দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তাবে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ বলেছেন, স্বাক্ষরিত সনদের বাইরে কোন কোন দল অযুক্তিক দাবি ও নতুন নতুন ইস্যু তৈরি করছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকে গৃহীত প্রস্তাব তুলে ধরা হয়।
বৈঠকে বলা হয়, প্রায় এক বছরব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদে গত ১৭ অক্টোবর স্বাক্ষর করা হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সেই সনদ বাস্তবায়নে সকল পক্ষ অঙ্গীকারাবদ্ধ থাকে।
বিএনপি অভিযোগ, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার কথা বলছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্য করার সামিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তবে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।

মির্জা ফখরুল বলেন, ৯ মাস ধরে সব দলের সঙ্গে আলোচনা করে যে বিষয়ে ঐকমত্য হয়েছে, তার বাইরে কোনো কিছু গায়ের জোরে এ দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলে তার সব দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।
১ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী গণভোট না হলে জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৯ সালে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে কোনো নির্বাচন হবে না। মঙ্গলবার রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলের ডাকা সমাবেশে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
হামলা-নির্যাতন, আর্থিক অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ এনে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি করেছেন একই আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রদল নেতা আবদুর রহিম মোল্লা।
৩ ঘণ্টা আগে