আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের

আমার দেশ অনলাইন
৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের

পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এটি শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

শুক্রবার দুপুরে সমাবেশস্থল পরিদর্শনে এসে এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

মঞ্চ প্রস্তুতসহ যাবতীয় কাজ এখনো চলমান; তবে নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে জানান তিনি। একটি সুষ্ঠু সমাবেশ করতে যা যা করা প্রয়োজন তার সবই করা হয়েছে। সমাবেশস্থলে আগত জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।

জামায়াত সেক্রেটারি বলেন, দীর্ঘ সময় পর জামায়াতের এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দেশের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসাধারণের সুবিধার্থে মেডিকেল বুথ, খাবার পানি ও পয়নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে। এই সমাবেশের কারণে আগামীকাল নগরবাসি কিছুটা ভোগান্তিতে পড়বেন এ কারণে ক্ষমাও প্রার্থনা করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন