‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা বিক্রি করে দিও না’

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২১: ১৪
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

একটি সিটের (আসন) বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে এ কথা লিখেছেন তিনি। তবে কার উদ্দেশে এমন পোস্ট সেটি উল্লেখ করেননি তিনি।

বিজ্ঞাপন

পাটওয়ারী লিখেছেন, “বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।”

এর আগে, বিকেলে এনসিপির কার্যালয়ে এক সমাবেশে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধ থেকে নির্বাচন পেছালে দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর।

পাটওয়ারী বলেন, “যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। জুলাই সনদের ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত