আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তার পাকস্থলির অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেডিকেল বোর্ডের ওই সদস্য বলেন, বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে বেগম জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়। এন্ডোসকপির মাধ্যমে তার স্টমাকের (পাকস্থলী) ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। এন্ডোসকপির পুরো প্রক্রিয়াটি পর্যাপ্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

হাসপাতালের আরেকটি সূত্র জানায়, সন্ধ্যার পর খালেদা জিয়ার এন্ডোসকপি করা হয়। পরে তার আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয়। রাতে এনিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল বোর্ড বৈঠক করবেন। সেখানে খালেদা জিয়া বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনায় ওঠে।

এদিকে, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দুপুরে ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাত্রায় সঙ্গে থাকবেন তিনি।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে সিসিইউতে নেয়া হয়। রাখা হয় ভেন্টিলেশনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন