আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে যা লিখলেন তারেক রহমান

আমার দেশ অনলাইন

স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে যা লিখলেন তারেক রহমান
জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার রাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান প্রবেশ করে শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি বাসে বসে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

এ সময় তারেক রহমান পরিদর্শন বইয়ের তারিখের স্থানে বাংলায় ২৬-১২-২০২৫ এবং নামের স্থানে তারেক রহমান লিখেছেন। এছাড়া পদবীর ঘরে তিনি ‘রাজনৈতিক কর্মী’ লিখেছেন।

এরপর মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ১৯৭১-এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা। পরে স্বাক্ষর করেন তিনি।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত ১০টা ৩৪ মিনিটে তার বহনকারী বাসে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন