আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপি নেত্রী রুমীর লাশ উদ্ধার, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতির উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার

এনসিপি নেত্রী রুমীর লাশ উদ্ধার, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতির উচ্ছ্বাস

এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর একটি ছাত্রাবাস থেকে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছন ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘ওদের একটারও স্বাভাবিক মৃত্যু হবে না। ফোকাস থাকবে একটার উপর। আর নন ফোকাসড একেকটা মরবে।’

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন জান্নাতারা রুমী। বৃহস্পতিবার সকালে রাজধানীর হাজারীবাগের জিগাতলা পুরাতন কাচাবাজার রোডের একটি ছাত্রী হোস্টেলের ৫তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

লাশ উদ্ধারের খবর প্রকাশ্যে আসার পর নিজের ফেসবুক পেজে বাম সংগঠন ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু আরও লেখেন, ‘ধানমন্ডি ৩২- এ আসা দেশপ্রেমিক নারীর উপর নির্মমভাবে হামলে পড়েছিল এনসিপির জান্নাতারা রুমী। মনে আছে?

আজ সকালে তার মরদেহ মিললো। আমার এতো আনন্দ লাগে ক্যারে।’

Screenshot 2025-12-18 145047

প্রসঙ্গত, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিবাদি সরকারের আমলে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল, তার অন্যতম সংগঠক ছিলেন এই বাপ্পাদিত্য বসু।

অর্থ আত্মসাৎ ও প্রতারণার তিন মামলায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক এই সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে জামিনে বেরিয়ে যান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন