আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্রদল সভাপতির দাবি

জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি

স্টাফ রিপোর্টার

জকসুর মতো শাকসুতেও ছাত্রদলকে হেয় করতে ভূমিকা রাখছে ইসি
ছবি: আমার দেশ

আসন্ন সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশ্নবিদ্ধ বিভিন্ন সিদ্ধান্তসহ তিন ইস্যুতে প্রতিবাদ জানাতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন ছাত্রদল ।

রোববার সকালে আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে তারা অবস্থান নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগঠনটির অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল।

বিজ্ঞাপন

কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমাদের প্রধান ইস্যু ব্যালট পেপার। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাব বিস্তারে এ ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। কমিশনের প্রত্যক্ষ ইন্ধনে এ ঘটনা ঘটেছে।’

অভিযোগ করে তিনি আরো বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতোই আমাদের হেয় করার জন্য তারা (বাংলাদেশ নির্বাচন কমিশন) ভূমিকা পালন করেছে।

এ সময় নির্বাচন কমিশনে সংগঠনটির পক্ষ থেকে স্বারকলিপি দেওয়া হবে বলেও জানিয়েছেন ছাত্রদল সভাপতি।

যে তিন অভিযোগ ছাত্রদলের—

১. পোস্টাল ব্যালট বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন