আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশের আকাশে প্রবেশ করেই তারেক রহমানের ফেসবুক পোস্ট

আমার দেশ অনলাইন

বাংলাদেশের আকাশে প্রবেশ করেই তারেক রহমানের ফেসবুক পোস্ট

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্লাইটরাডার২৪ তথ্যানুসারে, তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমা ঢুকে পড়েছে। দেশের আকাশে ঢোকার পরপরই তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন।

পোস্টে তারেক রহমান লেখেন— দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করবে। এর আগে সিলেট ওসমানী বিমানবন্দরে সকাল সোয়া ১০টায় যাত্রা বিরতির জন্য অবতরণ করবে।

এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়।

ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীর রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট সড়ক) ভিড় করেছেন লাখো মানুষ। প্রিয় নেতাকে একনজর দেখতে তীব্র শীত উপেক্ষা করে সমাবেশস্থলে রাত কাটিয়েছেন হাজার হাজার মানুষ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় আসছেন মানুষ। ঢাকার আশেপাশের এলাকাগুলো থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। নেতা-কর্মীরা কয়েকদিন ধরেই সেখানে যাচ্ছেন। গতকাল সারা দিন ও রাতে বিপুলসংখ্যক নেতা-কর্মী সেখানে ভিড় করেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, তারেক রহমান ঢাকায় বিমানবন্দরে পৌঁছেই ৩০০ ফিট সড়কে তাঁর জন্য আয়োজিত গণ-অভ্যর্থনায় যোগ দেবেন।

সেখানে তিনিই একমাত্র বক্তা। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তাঁর গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন