রক্তের ঋণ শোধের সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণআন্দোলন—দুটি সময়ের শহীদের রক্তের ধারাবাহিকতাকে এক সুতোয় গেঁথে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা দেন তারেক রহমান।
মৌলিক অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সব ধর্ম–শ্রেণি–পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হলো ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান