আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুজব

আমার দেশ অনলাইন

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুজব

কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকের গুঞ্জন উঠেছে। তবে বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন এনসিপি নেতারা।

মঙ্গলবার এ বৈঠক হয় বলে তথ্য সামনে আসে। বলা হচ্ছে, এতে অংশ নিয়েছেন,হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা প্রমুখ।

বিজ্ঞাপন

বৈঠকের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আমার দেশকে বলেন, ‘বৈঠকের বিষয়ে মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে।’

এনসিপির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই মুহূর্তে কক্সবাজারে এনসিপি নেতারা অবস্থান করছেন। তবে এটি দলীয় কোনো কর্মসূচির অংশ নয়; ব্যক্তিগত সফর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন