আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জনগণের ন্যায্য ভোটে নির্বাচিতদের অভিনন্দন জানাবে জামায়াত: আমির

আমার দেশ অনলাইন
জনগণের ন্যায্য ভোটে নির্বাচিতদের অভিনন্দন জানাবে জামায়াত: আমির

জনগণের ন্যায্য ভোটে যারা নির্বাচিত হবেন তাদেরকে অভিনন্দন জানাতে এখন থেকেই প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান বক্তার বক্তব্যে দলটির আমির ডা. শফিকুর রহমান এ কথা বলেন। রংপুর মহানগরী ও জেলা জামায়াত এ জনসভার আয়োজন করে।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান যুবকদের উদ্দেশে বলেন, আগামী দিনে আপনাদের হাতগুলো মজবুত রাখতে হবে। কেউ যেন নির্বাচনের সময় অপকর্ম করার সুযোগ না পায়।

সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে তিনি বলেন, এ দেশে যাদের জন্ম হয়েছে তারা সবাই বাংলাদেশি। এদেশে কোনো সংখ্যালঘু নেই।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, রংপুরের জনগণ কেউ বলতে পারবে না যে আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম। আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না। কিন্তু আমাকে অপরাধী বানানো হলো। রংপুরের জনগণ সাক্ষী, যারা সাক্ষ্য দিয়েছে তারাও কিন্তু পরবর্তীতে বলেছেন আমাদের জোর-জুলুম করে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে। আমার কারও প্রতি কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই।

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে আয়োজিত এই জনসভা বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও জুমার নামাজের পরই জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে যায় রংপুর জিলা স্কুল মাঠ। লোকসমাগম মাঠ ছেড়ে উপচে পড়ে সড়কে। জনসভা থেকে আগামী নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন