আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মান্নার আসনে শাহে আলমকে মনোনয়ন দিল বিএনপি

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

মান্নার আসনে শাহে আলমকে মনোনয়ন দিল বিএনপি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। ছবি : আমার দেশ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জোটসঙ্গী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পরিবর্তে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব।

বিজ্ঞাপন

এর আগে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাকে আসনটি ছেড়ে দেয় বিএনপি। তবে ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়। আজ সকালে ঢাকার চেম্বার আদালত ঋণখেলাপি থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়।

ছবি : আমার দেশ

এ কারণে শাহে আলমকে মনোনয়ন দেওয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আমার দেশকে জানান, মনোনয়ন পাওয়ার ঘটনা সঠিক। আজ সোমবার বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন