আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার সঙ্গী হচ্ছেন যারা

আমার দেশ অনলাইন

খালেদা জিয়ার সঙ্গী হচ্ছেন যারা
ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার সকালে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে তাকে নেওয়া হতে পারে। তার ব্যক্তিগত চিকিৎসকসহ ১৬ জন বেগম জিয়ার সঙ্গে যাবেন বলে জানা যায়।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।

বিজ্ঞাপন

সফরসঙ্গীদের তালিকা দেখুন নিচে—

list

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওনার হওয়ার কথা রয়েছে। পরে ঢাকায় পৌছার পর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন