আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। দেশে ফেরার পর সংবর্ধনাস্থলে শুভেচ্ছা বিনিময় শেষেই মায়ের কাছে এভারকেয়ার হাসপাতালে আসেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  বিকেল ৫টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান।

এর আগে, দুপুর পৌনে চারটার দিকে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

বিজ্ঞাপন

এ সময় দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, সন্তান হিসেবে আমার মন হাসপাতালে শুয়ে থাকা আমার মায়ের বিছানায় পড়ে আছে। আমি এখান থেকে আমার মায়ের কাছে যাবো। সবাই দোয়া করবেন, যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন