আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি বা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যাবে না বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সভাপতি হাসনাত কাইয়ূম।
গণতান্ত্রিক সংস্কার জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির পাশাপাশি জামায়াতের সঙ্গে আসন সমঝোতার আলোচনায় রয়েছে। তবে জোটের আরেক শরিক দল এবি পার্টি এখনো বিষয়টি স্পষ্ট করেনি।
হাসনাত কাইয়ূম বলেন, তার দল বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করা তো দূরের কথা, এ বিষয়ে আলোচনাও করতে রাজি না। তারা তাদের অতীতের মতো রাজনীতি করে যাবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

