
স্পোর্টস রিপোর্টার

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিতর্কিত মন্তব্যের জের ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে প্রেরিত চিঠিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাফুফে সভাপতি আবিথ আউয়াল। একই সঙ্গে আসিফের বক্তব্যে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থার অভিভাবক।
চিঠিতে বলা হয়েছে, ‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই।’
আরও বলা হয়, ‘ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’
বাফুফে সভাপতি আরও উল্লেখ করেন, ‘মনোভাব প্রকাশ পাওয়া দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে।’
এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কনফারেন্সের প্রথম দিনে আসিফ আকবর ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ বলে অভিহিত করেন এবং দেশের ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ফুটবলারদের কারণে দেশে ক্রিকেট খেলা চালানো যাচ্ছে না। কারণ তারা স্টেডিয়াম দখল করে রেখেছে এবং উইকেট ভেঙে ফেলছে। এমন মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিতর্কিত মন্তব্যের জের ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে প্রেরিত চিঠিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাফুফে সভাপতি আবিথ আউয়াল। একই সঙ্গে আসিফের বক্তব্যে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থার অভিভাবক।
চিঠিতে বলা হয়েছে, ‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই।’
আরও বলা হয়, ‘ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’
বাফুফে সভাপতি আরও উল্লেখ করেন, ‘মনোভাব প্রকাশ পাওয়া দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে।’
এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কনফারেন্সের প্রথম দিনে আসিফ আকবর ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ বলে অভিহিত করেন এবং দেশের ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ফুটবলারদের কারণে দেশে ক্রিকেট খেলা চালানো যাচ্ছে না। কারণ তারা স্টেডিয়াম দখল করে রেখেছে এবং উইকেট ভেঙে ফেলছে। এমন মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের প্লে-অফ সিরিজ। এই সিরিজের জয়ী দল আগামী বিশ্বকাপের বাছাই পর্বে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপের বাছাই পর্বের খেলার লক্ষ্য বাংলাদেশ হকি দলের। গত এশিয়া কাপে খেলেনি পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ।
৭ মিনিট আগে
ক্রিকেটের বড় দলগুলোকে সুবিধা দিতে দুই স্তরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা চলছিল। তাতে শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান বেড়ে যেতো বাংলাদেশের মতো দেশগুলোর। তবে সেটা হচ্ছে না। উল্টো টেস্ট চ্যাম্পিয়নশিপ ৯ দল থেকে বাড়িয়ে ১২ দলে আনার পরিকল্পনা চলছে অর্থাৎ আগামী চক্রে আইসিসির পূর্ণ সদস্য ১২টি দলকেই দেখ
৩৭ মিনিট আগে
সময় যতই গড়াচ্ছে, ততই জোরালো হচ্ছে ২০২৬ বিশ্বকাপের দামামা। আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে লিওনেল মেসিকে নিয়ে ভাবনা। মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপে? এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলেও সবশেষ নিজের ইচ্ছা জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
১ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্স থেকে মাঠের খেলাটা বেশ ভালো দেখা যায়। সিলেট টেস্টের দ্বিতীয় দিনের পুরোটা সময় আয়ারল্যান্ডের বোলিং দেখে মনে হচ্ছিল, বেশ নির্বিষ বোলিং করে গেছে সফরকারীদের বোলাররা।
১ ঘণ্টা আগে