১৩ মিনিটেই অলআউট আয়ারল্যান্ড

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০: ০১
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১০: ৩৩

দ্বিতীয় দিনের সকালে অলআউট হওয়ার অপেক্ষায় ছিল আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আইরিশরা অলআউট হয়েছে ২৮৬ রানে। আইরিশদের শেষ দুইটি উইকেট নেন হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ৮ উইকেটে ২৭০ রান তোলে আয়ারল্যান্ড। ৩০০'র আগে আইরিশদের আটকে রাখতে পারায় বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসা হাসান মাহমুদ বলেছিলেন প্রথম দিনে তারা সফল। দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত ফেরাতে চান আইরিশদের বাকি দুই ব্যাটারকে।

বিজ্ঞাপন

দিনের শুরুতে আয়ারল্যান্ডের ডেরায় আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন তাইজুল ফেরান ম্যাথিউ হ্যামফ্রিসকে। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তার ব্যাটে আসেনি কোন রান।

অন্যদিকে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া ব্যারি ম্যাকার্থি ৬৪ বলে করেন ৩১ রান।

বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের দুই ব্যাটার পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেল ফিফটির দেখা পেয়েছিলেন। বাংলাদেশের হয়ে স্পিনার মেহেদি হাসান মিরাজ ৫০ রানে তিন উইকেট নিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত