আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বছরের প্রথম হ্যাটট্রিক করতে যাদের ফেরালেন থিকশানা

স্পোর্টস ডেস্ক

বছরের প্রথম হ্যাটট্রিক করতে যাদের ফেরালেন থিকশানা

মাহেশ থিকশানার হাত ধরে বছরের প্রথম হ্যাটট্রিক দেখল সবাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হ্যাটট্রিকের দেখা পান এই শ্রীলঙ্কান স্পিনার।

হ্যাটট্রিক করতে মিচেল সান্টনার, নাথান স্মিথ ও ম্যাট হেনরির উইকেট তুলে নেন থিকশানা। ২ ওভারে হ্যাটট্রিক করেন তিনি। ৩৫তম ওভারের পঞ্চম বলে সান্টনারকে ফিরিয়ে এর শুরুটা করেন।

বিজ্ঞাপন

সে ওভারের শেষ বলে স্মিথকে আউট করেন থিকশানা। ৩৭তম ওভারের প্রথম বলেই তুলে নেন হেনরিকে। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সপ্তম বোলার হিসেবে এই সংস্করণে টানা ৩ বলে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন থিকশানা।

থিকশানার হ্যাটট্রিকের দিনটা শ্রীলঙ্কার বাকি বোলারদের জন্য ভালো যায়নি। হ্যামিল্টনের সেডন পার্কে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে পুন:নির্ধারিত ৩৭ ওভারে ২৫৫ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন