আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

স্পোর্টস রিপোর্টার

পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। এর জের ধরে তাকে এবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চাওয়া হয়েছে লিখিত জবাব। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

নাজমুল ইসলান আলোচনায় আসেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যায়িত করে। এরপর গতকাল ক্রিকেটারদের পারফরম্যান্স অনুযায়ী বেতন দেওয়া উচিত— এমন মন্তব্য করে আবারও দিয়েছেন সমালোচনার জন্ম।

বিসিবির এই পরিচালকের এমন মন্তব্যে তার পদত্যাগের দাবি তুলেছে ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সেটি না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এর প্রেক্ষিতেই এবার পদক্ষেপ নিচ্ছে বিসিবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...