৩০ ইনিংস পর সেঞ্চুরি পেলেন জয়

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৪: ৫৩
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৯: ৩০

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। এরপর থেকেই ছিল দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষা। অবশেষে তিন বছর পর ফের সেঞ্চুরির দেখা পেয়েছেন জয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই সেঞ্চুরির পর ৩০ ইনিংস পর ফের শতকের দেখা পেলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ৯ চার ও এক ছক্কা।

বিজ্ঞাপন

সিলেটে এই সেঞ্চুরির দিনে আরেক ওপেনার সাদমান ইসলাম শতকের আশা জাগান। তবে ৮০ রানে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। জয়ের সেঞ্চুরিতে ভর করে লিড নেওয়ার অপেক্ষায় আছে বাংলাদেশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত