আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছেলেকে নিয়ে অনুশীলনে তাসকিন

স্পোর্টস ডেস্ক
ছেলেকে নিয়ে অনুশীলনে তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরটা দারুণ কাটাচ্ছেন তাসকিন আহমেদ। বল হাতে প্রতিপক্ষের জন্য ত্রাসে পরিণত হয়ে উঠেছেন দুর্বার রাজশাহীর এই পেসার। পাঁচ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী বোলার তিনি। খুব স্বাভাবিকভাবেই মানসিকভাবে বেশ ফুরফুরে মেজাজে আছেন। এরই মাঝে আজ ছেলেকে নিয়ে অনুশীলনে দেখা গেল তাকে।

বিপিএলে আজ কোনো খেলা ছিল না। যদিও নিজেকে ঝালিয়ে নিতে ভুলেননি তাসকিন। সিলেটে দলীয় অনুশীলনের এক ফাঁকে ছেলে তাসফিন আহমেদ রিহানকে নিয়ে বেশ কিছুক্ষণ পার করতে দেখা গেছে এই গতি তারকাকে।

বিজ্ঞাপন

তাসকিনের করা বলে ব্যাটিং করেন রিহান। এ সময় তাদের মধ্যে খুঁনশুটিও হয়। সব মিলিয়ে চলমান বিপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সের মতো গতকাল অনুশীলনেও দারুণ সময় পার করেন তাসকিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন