ক্লাব সংগঠক নাকি ক্রিকেটার- কোন ভূমিকায় ঢাকার বিদ্রোহী ক্লাবগুলোর সঙ্গে আছেন তামিম ইকবাল? এই প্রশ্নের মূল কারণ- বিদ্রোহী ক্লাবগুলো যখন লিগ বর্জনের ঘোষণা দেয়, তখন তামিম ইকবালের দুই ক্লাব লিগে অংশ নেওয়ার পক্ষে ছিল। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিদ্রোহী ক্লাবগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তামিম আছেন তাদের পক্ষে। যেহেতু এখনও ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তাই খেলোয়াড়দের পক্ষেও আছেন বলে জানান মোহামেডান ক্লাবের ডিরেক্টর মাসুদুজ্জামান।
তামিমের ভূমিকা নিয়ে মাসুদুজ্জামান বলেন, ‘আমরা যারা এখানে বসে আছি, আমরা সংগঠক আর তামিম কিন্তু খেলোয়াড়। এখনও কিন্তু সে আপনার রিটায়ার্ড করেনি। ওর একটা পার্সোনাল একটা বিচার থাকতেই পারে। ওর এখনও আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে। আবার খেলোয়াড়দের সাথেও আছে। যেই কারণেই ওর একটা পার্সোনাল স্ট্যান্সের কারণেও খেলোয়াড়দের সাথে থাকতে চায়। ও আছে এই কারণে এবং পাশাপাশি আমাদের সাথেও আছে। তামিমের দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালিয়ে যেতে হবে।’
বিদ্রোহী ক্লাবগুলোর মতে বর্তমান বোর্ড অবৈধ। তাদের চাওয়া নতুন করে নির্বাচনের মাধ্যমে গঠন করা হোক নতুন বোর্ড। এই বোর্ডের অধীনে তামিম ইকবালের নেতৃত্বে খেলতে চাওয়া মানে এই বোর্ডকে বৈধ হিসেবে ধরে নিচ্ছে না বলেও জানান মাসুদুজ্জামান। তার কথায়, ‘এখানে আরো ১০ টা ক্লাব আছে তামিমসহ। যারা খেলতে প্রেফার করে। এটা তাদের পার্সপেক্। তো খেলতে প্রেফার করে বলেই যে তারা বোর্ডকে মেনে নিচ্ছে ব্যাপারটা তেমন না। ওরা তামিম সংগঠন হিসাবে আমাদের সাথে জয়েন করেছে। ইলেকশন আমরা সবাই একসাথে উইথড্র করেছি। দ্যাটস ইট।’

